ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

চট্টগ্রামে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতি

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম

প্রকাশিত: ২২:০৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

চট্টগ্রামে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতি

ছবি: সংগৃহীত

বেতন-ভাতার দাবিতে চট্টগ্রামের পটিয়ায় একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পটিয়া পৌরসভার কাগজী পাড়া এলাকায় ‘বডিস এপেয়ারেলেস লিমিটেড’ নামক কারখানায় এ ঘটনা ঘটে।

প্রথমে কারখানার শ্রমিকরা বেশ কিছুক্ষণ কাজ বন্ধ রাখেন। এর পর তারা আন্দোলন শুরু করলে এক পর্যায়ে ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ ও থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, কারখানার ওয়ার্কার ও স্টাফদের গত জানুয়ারি মাসের বেতন-ভাতা দেওয়া হয়নি। তাই আজ বৃহস্পতিবার শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এরপর কারখানার মালিক ও শ্রমিকদের মধ্যে একটি সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, শ্রমিকরা আগামী ২রা মার্চ গত জানুয়ারি মাসের বেতন-ভাতা এবং ১৬ই মার্চ চলতি মাসের (ফেব্রুয়ারি) বেতন পাবেন। এছাড়া আগামী ১লা মার্চ থেকে শ্রমিকদের কাজে ফেরার বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে চুক্তিতে।

পটিয়া থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আসাদ জানান, “বেতন-ভাতা না দেওয়ার কারণে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দিলে থানা পুলিশ ও ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। পরে মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতাও হয়েছে।”

রাকিব

×