ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

নতুন রাজনৈতিক দলকে শুভকামনা জানালেন তারেক রহমান

প্রকাশিত: ২১:৫৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

নতুন রাজনৈতিক দলকে শুভকামনা জানালেন তারেক রহমান

ছবি সংগৃহীত

আগামীকাল নতুন দল আত্মপ্রকাশ অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দদের সাথে দেখা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও নুসরাত তাবাসসুমরা।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) আব্দুল হান্নান মাসুদ তার নিজের ফেসবুক আইডিতে তিনি এ বিষয়ে একটি পোস্ট দেন।

সেখানে তিনি লিখেছেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও বিএনপি মহাসচিব জনাব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াইয়ের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দকে দাওয়াত পৌঁছানো হয়েছে।

তিনি আরো লিখেছেন, আমাদের দাওয়াত পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের প্রতি শুভকামনা জানিয়েছেন।

আশিক

সম্পর্কিত বিষয়:

×