ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

সংবিধানের সংস্কারই এ মুহূর্তে বাংলাদেশের প্রধান কাজ: জোনায়েদ সাকি

প্রকাশিত: ২১:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:০৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

সংবিধানের সংস্কারই এ মুহূর্তে বাংলাদেশের প্রধান কাজ: জোনায়েদ সাকি

ছবিঃ সংগৃহীত

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, "জনগণকে ক্ষমতার কেন্দ্রে আনতে হলে সংবিধানের সংস্কারই এ মুহূর্তে বাংলাদেশের প্রধান কাজ।"

তিনি বলেন, "সারা দেশের মানুষ মিলে ঠিক করবে, আগামী সংবিধান কেমন হবে। কেউ বলছেন, আগে সংবিধান সংস্কার করতে হবে, পরে নির্বাচন হলেও চলবে। আবার কেউ শুধুমাত্র নির্বাচনের দিকেই নজর দিচ্ছেন। কিন্তু মনে হচ্ছে, সংবিধান সংস্কার নিয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না।"

"পাকিস্তানি সেনাবাহিনীর দমননীতি পরাজিত করেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে"
দেশের স্বাধীনতার প্রসঙ্গ টেনে জোনায়েদ সাকি বলেন, "একটি সেনাবাহিনী এক সময় মানুষ হত্যায় নেমেছিল, পুরো জাতিকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল। কিন্তু আমরা সেই পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করেই বাংলাদেশ গড়েছি। আমাদের পূর্ব প্রজন্ম সে লড়াইয়ে অংশ নিয়েছে, তাঁদের আত্মত্যাগের ওপরই এ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে।"

তিনি আরও বলেন, "এই রাষ্ট্র যেনতেন কিছু নয়, এটি জনগণের আত্মত্যাগের ফসল। তাই এর ভবিষ্যৎ নির্ধারণেও জনগণের মতামতকেই গুরুত্ব দিতে হবে।"

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/18YYyuL1BA/

মারিয়া

×