ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

যেভাবে ৩০ লাখ টাকা পাবেন শহীদ পরিবার’রা, জানালেন প্রেস সচিব

প্রকাশিত: ২০:০১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:০৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

যেভাবে ৩০ লাখ টাকা পাবেন শহীদ পরিবার’রা, জানালেন প্রেস সচিব

প্রেস সচিব শফিকুল আলম

জুলাই অভ্যুত্থানে নিহত ৮৩৪ জনের পরিবার এককালীন ৩০ লাখ ও আহতদের ৫ লাখ টাকা করে অনুদান পাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম জানান, ৯ ও ২৪ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জুলাই অভ্যুত্থানের শহীদরা ‘জুলাই শহীদ’ এবং আহতরা ‘জুলাই যোদ্ধা’ নামে অভিহিত হবেন। আর মার্চ থেকেই ভাতা পাবেন ‘জুলাই শহীদ পরিবার ও যোদ্ধারা।

যেভাবে পাবেন সুযোগ-সুবিধা: ৮৩৪ জন জুলাই শহীদদের তালিকা গেজেট আকারে প্রকাশিত হয়। সে অনুযায়ী প্রতিটি জুলাই শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা পাবেন। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লাখ টাকা দেয়া হবে। আর ২০২৫-২৬ অর্থবছরে বাকি ২০ লাখ টাকার জাতীয় সঞ্চয়পত্র দেয়া হবে।

এ ছাড়া শহীদ পরিবারকে প্রতিমাসে ২০ হাজার টাকা করে ভাতা দেয়া হবে এবং শহীদ পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।

জুলাই যোদ্ধরা তিনটি মেডিক্যাল ক্যাটাগরি অনুযায়ী পাবেন সুবিধা। তিনটি ক্যাটাগরি হচ্ছে- ক্যাটাগরি-এ, ক্যাটাগরি-বি এবং ক্যাটাগরি-সি ।

ক্যাটাগরি-এ তে যারা অতি-গুরুতর আহত এরকম ৪৯৩ জন জুলাই যোদ্ধাকে ‘এ’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত করা হয়েছে। তারা এককালীন ৫ লাখ টাকা পাবেন। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ২ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ৩ লাখ টাকা পাবেন।

এ ছাড়া মাসিক ২০ হাজার টাকা ভাতা, বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা ও উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি-বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা, কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা, পরিচয়পত্র পাবেন।

ক্যাটাগরি-বি তে যারা গুরুতর আহত এমন ৯০৮ জন জুলাই যোদ্ধাকে ‘বি’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত করা হয়েছে। তারা এককালীন ৩ লাখ টাকা পাবেন। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ১ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ২ লাখ টাকা পাবেন।

এ ছাড়া মাসিক ১৫ হাজার টাকা ভাতা, প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি/আধা সরকারি কর্মসংস্থান ও পরিচয়পত্র পাবেন।

ক্যাটাগরি-সি তে যারা আহত ১০৬৪৮ জন জুলাই যোদ্ধাকে ‘সি’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত করা হয়েছে। তারা এককালীন ১ লাখ টাকা পাবেন। এছাড়া মাসিক ১০ হাজার টাকা ভাতা, পুনর্বাসন সুবিধা ও পরিচয়পত্র পাবেন।

মুক্তিযোদ্ধাদের তালিকার বিতর্ক নিয়ে প্রেস সচিব বলেন, ৫৩ বছর পরও মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে বিতর্ক রয়েছে। কিন্তু ‘জুলাই শহীদ’ ও আহতদের ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ রেকর্ড করা হয়েছে। গেজেটেড নিহতের সংখ্যা ৮৩৪ জন। কিন্তু এখনও এ বিষয়ে তদন্ত চলমান। কারণ জাতিসংঘের হিসাবে নিহতের সংখ্যা এক হাজার ৪০০ জন।

আশিক

×