ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

নাহিদের ‘আজাক ভবন’ কেনার খবরটি গুজব, নিশ্চিত করেছেন বাড়ির মালিক নিজেই

প্রকাশিত: ১৯:৫৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:৫৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

নাহিদের ‘আজাক ভবন’ কেনার খবরটি গুজব, নিশ্চিত করেছেন বাড়ির মালিক নিজেই

ছবিঃ সংগৃহীত।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বাবা রাজধানীর দক্ষিণ বনশ্রীতে অবস্থিত 'আজাক ভবন' ১০ কোটি টাকা দিয়ে কিনেছেন বলে একটি গুজব ছড়ানো হয়েছে। এই ভিত্তিহীন দাবির পরিপ্রেক্ষিতে, ভবনটির মালিক আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন যে, 'আজাক ভবন' বিক্রির কোনো পরিকল্পনা নেই এবং এটি সম্পূর্ণ গুজব।

এএফপির ফ্যাক্ট চেকার কদরুদ্দিন শিশিরের শেয়ার করা এক ভিডিওতে ওই মালিক বলেন, ‘এই বাড়ি এখনও বিক্রি হয়নি, নাহিদকে আমি ব্যক্তিগতভাবে চিনিও না। বিভিন্ন জায়গায় ছবিতে দেখে যতটুকু চেনার তা-ই চিনি। বাড়ি বিক্রির একটি বিজ্ঞপ্তি আমি দিয়েছিলাম কিন্তু সেটি এখনও বিক্রি হয়নি। এই বাড়ির জন্য সাড়ে ১১ কোটি টাকা দাম করেছিলাম। বিভিন্ন ক্রেতা এসে তাদের মতো করে দাম বলছেন তবে বিক্রির প্রক্রিয়া এখনও চলমান।’

এছাড়া, নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যে, উপদেষ্টা পদে যোগদানের আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না এবং তার বা তার পরিবারের (স্ত্রী/মা/বাবা) নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই বা ক্রয় করা হয়নি। 

মুহাম্মদ ওমর ফারুক

×