ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

রামপুরায় বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশিত: ১৯:৩৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

রামপুরায় বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

নিহত আলী হোসেন তালুকদার

রামপুরা হাজীপাড়ায় বাস চাপায় মোটরসাইকেল চালক আলী হোসেন তালুকদার (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ঢাকা  ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজের হিসাব রক্ষক ছিলেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে রামপুরা হাজীপাড়া পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

প্রত্যক্ষদর্শী আবু হানিফ সোহান জানান, হাজিপাড়া পেট্রোল পাম্পের সামনের রাস্তা দিয়ে  মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই যুবক। এসময় রমজান পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তার মাথা পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

তিনি জানান, ওই বাসের কোন লুকিং গ্লাস ছিল না। মোটরসাইকেল চালক বারবার হর্ন দেওয়া সত্বেও কানে শুনেনি বাস চালক। তাকে অনেক আগে থেকেই ফুটপাতের দিকে চাপ দিচ্ছিল বাস চালক। এতে সোটরসাইকেল নিয়ে পড়ে গেলে ওই বাসেরই চাকার নিচে পৃষ্ঠ হন।

ঢাকা মেডিকেলে নিহত আলী হোসেনের বড় ভাই মো. আলম তালুকদার বলেন, তাদের বাড়ি পিরোজপুরের সদর উপজেলার কুমিরমারা গ্রামে। বাবার নাম আব্দুল আজিজ তালুকদার। আলী হোসেন বর্তমানে মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকায় একটি মেসে থাকতেন। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজের হিসাব রক্ষক ছিলেন তিনি। এরআগে, ডেইলি বাংলাদেশ নামে একটি পত্রিকায় সোসাল মিডিয়া এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন তিনি।

বড় ভাই মো. আলম আরও জানান, গত ৭/৮ মাস আগে বিয়ের কাবিন হয়েছে আলী হোসেনের। ৬ ভাই ও ১ বোনের মধ্যে আলী হোসেন ছিলেন সবার ছোট।

এদিকে, রামপুরা থানার উপ-পরিদর্শক মো. আব্দুর রহমান বলেন, বিকেলে হাজীপাড়া এলাকায় রমজান পরিবহনের চাপায় ঘটনাস্থলে মারা যায় ওই যুবক। ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটি ভাংচুর করে। বাস চালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

 

হায়দার/রাজু

×