ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

কর্মসূচিতে বিএনপি নেতার উপর হামলা

কালিদাস রায়, নাটোর জেলা

প্রকাশিত: ১৮:৪৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

কর্মসূচিতে বিএনপি নেতার উপর হামলা

নাটোরের সিংড়া উপজেলার দমদমা পাইলট স্কুল ও কলেজের নতুন কমিটি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ বাতিল এবং অধ্যক্ষ ও সদ্য বিলুপ্ত উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক  আনোয়ারুল ইসলাম আনু’র বিভিন্ন অনিয়মের তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালনকালে হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে সিংড়া পৌর শহরের ৩ নং ওয়ার্ডে শিক্ষা প্রতিষ্ঠানটির মূল ফটকের সামনে এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন চলাকালে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর মদদপুষ্ট ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোবাহান ও সাধারণ সম্পাদক সায়েদ এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন হামলার শিকার সদ্য বিলুপ্ত সিংড়া উপজেলা বিএনপি’র সাবেক সদস্য আমিনুল ইসলাম।

হামলার শিকার আমিনুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটির শিক্ষকরা ক্লাস না নেওয়া, আর্থিক প্রতিবেদন প্রকাশ না করাসহ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নানা অনিয়মের বিষয়ে  তদন্তের দাবি জানিয়ে মানববন্ধন করছিল এলাকাবাসী। এসময় সোবাহান ও সায়েদ আমার উপর হামলা চালালে একাবাসী আমাকে রক্ষা করে। হামলাকারীরা আনুর মদদপুষ্ট। সন্ধ্যায় এলাকাবাসীর সিদ্ধান্তক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে কথা বলতে বিএনপি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম আনুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ঢাকায় বিএনপির অনুষ্ঠানে ব্যস্থ থাকায় তাকে পাওয়া যায়নি।

সিংড়া থানার অফিসার ইনচার্জ আসমাউল হক জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তেমন কিছু পায়নি। এই ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেনি।
 

ফুয়াদ

×