ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

সুন্দরবনে অস্ত্রসহ হান্নান বাহিনীর ৭ জলদস্যু আটক

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ১৮:২৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

সুন্দরবনে অস্ত্রসহ হান্নান বাহিনীর ৭ জলদস্যু আটক

ছবি: সংগৃহীত

সুন্দরবনের জলদস্যু হান্নান বাহিনীর প্রধানসহ সাত জনকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা)। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে বাগেরহাটের রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে ২টি এক নলা বন্দুক ও ৩টি রামদা জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আটককৃত জলদস্যুরা হলেন, হান্নান বাহিনীর প্রধান হান্নান শেখ (৬৫), রেজাউল শেখ (৫৩), শেখ কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), আবু তালেব খান (৪৭), হোসেন আলী শেখ (৫৫) এবং হাবিবুর রহমান (৫৫)। এরা সবাই খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা।

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ জানান, “রাতভর অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার হান্নানসহ ছয়জনকে আটক করা হয়। পরে হান্নানকে জিজ্ঞাসাবাদ করে তার আরেক সহযোগী মোঃ হাবিবুর রহমানকে ২টি এক নলা বন্দুক ও ৩টি রামদাসহ রামপাল থানাধীন বাঁশতলী এলাকা থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, হান্নান বাহিনীর সদস্যদের মাসিক ৪০ হাজার টাকা প্রদান করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

রাকিব

×