ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

যে কারণে পদত্যাগ করলেন সমন্বয়ক রিফাত রশিদ

প্রকাশিত: ১৮:১১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

যে কারণে পদত্যাগ করলেন সমন্বয়ক রিফাত রশিদ

রিফাত রশিদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করা নতুন ছাত্র সংগঠন “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ” থেকে পদত্যাগ করেছেন সংগঠনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংগঠনের নেতারা।  

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার জানান, রিফাত রশিদ আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে তিনি ব্যক্তিগত নাকি সংগঠনের অভ্যন্তরীণ কারণেই পদত্যাগ করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।  

এদিকে, নতুন সংগঠনের আত্মপ্রকাশকে ঘিরে বুধবারের ঘটনা পরিকল্পিত কি না, তা খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন তাহমীদ আল মুদাসসির চৌধুরী, তৌহিদ সিয়াম ও নাঈম। তারা ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবেন এবং দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।  

আশিক

×