ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

সহকর্মীদের প্রতি প্রতিহিংসা নয়, ভালোবাসা ও ভ্রাতৃত্বের আহবান খালেদা জিয়ার

প্রকাশিত: ১৭:৩৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৭:৪৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

সহকর্মীদের প্রতি প্রতিহিংসা নয়, ভালোবাসা ও ভ্রাতৃত্বের আহবান খালেদা জিয়ার

ছবিঃ সংগৃহীত

প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি নয়, বরং ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে দেশকে একটি বাসযোগ্য গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ (বৃহস্পতিবার) বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। ফ্যাসিবাদ বিদায় নিলেও দেশকে গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে নিতে হবে।"

তিনি দ্রুত ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং দলের নেতাকর্মীদের আগামী দিনে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন।

"আসুন, প্রতিহিংসা ও প্রতিশোধের পথে না গিয়ে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে আমরা সবাই মিলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সত্যিকারের একটি উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি," বলেন বেগম খালেদা জিয়া।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/12DPBwP6CKH/

মারিয়া

×