ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন আবরার হত্যার আসামিদের আইনজীবী শিশির

প্রকাশিত: ১৬:৪৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৭:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন আবরার হত্যার আসামিদের আইনজীবী শিশির

ছবিঃ সংগৃহীত।

বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যায় জড়িতদের পক্ষে আইনজীবী হিসাবে সুপ্রিমকোর্টের আইনজীবী শিশির মনিরের নাম আসার পর সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন। এ বিষয়ে এবার মুখ খুললেন শিশির মনির নিজেই।

আজ ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে শিশির মনির ৫ টি পয়েন্টে লিখেন, 

১। হাইকোর্টে শহীদ আবরার ফাহাদের মামলার শুনানি শেষ। রায়ের জন্য অপেক্ষমাণ। বিস্তারিত ব্যাখ্যা দেয়া সমীচীন হবে না। 

২। আমি আপনাদের আবেগ-অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। 

৩। আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে, হাইকোর্টের রায় যাই হোক- আপিল বিভাগে কারও পক্ষে আমি এই মামলা পরিচালনা করব না ইনশাল্লাহ। 

৪। বিষয়টি নিয়ে শহীদ আবরারের পরিবারের সাথেও আমি কথা বলব। 

৫। আশাকরি সকলেই বিষয়টি সৌহার্দপূর্ণ দৃষ্টিতে দেখবেন।

মুহাম্মদ ওমর ফারুক

×