ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

মিয়ানমারকেই খুঁজতে হবে রোহিঙ্গার সমাধান: ফিলিপ্পো গ্রান্ডি

প্রকাশিত: ১৬:৩৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

মিয়ানমারকেই খুঁজতে হবে রোহিঙ্গার সমাধান: ফিলিপ্পো গ্রান্ডি

ছবি: সংগৃহীত

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত জটিল হলেও রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য মিয়ানমারকেই উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, “মিয়ানমারের পরিস্থিতি অনেক সংকটময় এবং সেখানে একাধিক সংঘাত চলছে, তবে রোহিঙ্গা সংকটের সমাধানটি মিয়ানমার থেকেই খুঁজে বের করতে হবে।”

আজ (২৭ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফিলিপ্পো গ্র্যান্ডি। বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উল্লেখ করেন যে, রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের আতিথেয়তা নিঃসন্দেহে প্রশংসনীয়। বাংলাদেশ প্রতিনিয়ত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে, এর জন্য আমরা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ বললেন ফিলিপ্পো গ্র্যান্ডি।

তিনি আরও বলেন, “মিয়ানমারের পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সেখানে সংঘাতের ধরনও অনেক। তবে আমাদের লক্ষ্য একটি সমাধানে পৌঁছানো, যা রোহিঙ্গাদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য সহায়ক হবে।”

ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, “আমরা মিয়ানমারে সমস্যার সমাধান খুঁজে বের করার জন্য সবসময় গুরুত্ব দিয়ে কাজ করছি। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এই বিষয়ে আমাদের আলোচনা হয়েছে এবং আমরা একমত হয়েছি।”

এছাড়া, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে চলতি বছর একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই সম্মেলনে ইউএনএইচসিআর-এর পূর্ণ সমর্থন থাকবে বলে জানান হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি।

আশিক

×