ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ড. ইউনূস ও বিএনপির মধ্যে দূরত্ব তৈরির ষড়যন্ত্র চলছে: হুম্মাম কাদের চৌধুরী

প্রকাশিত: ১৬:২৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৬:৪৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

ড. ইউনূস ও বিএনপির মধ্যে দূরত্ব তৈরির ষড়যন্ত্র চলছে: হুম্মাম কাদের চৌধুরী

ছবিঃ সংগৃহীত

দেশে একটি বড় রাজনৈতিক ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন হুম্মাম কাদের চৌধুরী। তার দাবি, বর্তমান সরকার নিরপেক্ষ। ফলে অন্যান্য শক্তি পরিকল্পিতভাবে ড. মোহাম্মদ ইউনূস ও বিএনপির মধ্যে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করছে।

হুম্মাম কাদের বলেন, "আমরা মনে করি, সবচেয়ে বড় ষড়যন্ত্র চলছে, এবং এই ষড়যন্ত্রে কারা কারা জড়িত তা আমরা চিহ্নিত করতে পেরেছি।"

তিনি আরও জানান, আগামী দিনে যারা নতুন রাজনৈতিক দল নিয়ে নির্বাচন করতে চায়, তাদের এ ষড়যন্ত্রের আগুনে ঘি না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

"আমরা চাই, সকলে মিলে জাতীয় রাজনীতিতে সক্রিয় হোক এবং জাতীয়তাবাদে বিশ্বাস রাখুক," বলেন হাম্মাম কাদের।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/r/1AjFNGA4vq/

মারিয়া

×