ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

সেনাবাহিনীকে আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

প্রকাশিত: ১৬:১৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৬:২৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

সেনাবাহিনীকে আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

ছবি: সংগৃহীত

দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের দায়িত্ব পালন আর সর্বোচ্চ আত্মত্যাগে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে ‘কর্নেল অফ দ্য রেজিমেন্ট’র অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ  আহ্বান জানান।

সেনাপ্রধান আরও জানান, “সেনাবাহিনীর অন্যান্য রেজিমেন্টের মতো ইনফ্যান্ট্রি রেজিমেন্টকে আধুনিক ও আরও সক্ষম করে গড়ে তোলা হবে। আগামীতে এই রেজিমেন্টকে শক্তিশালী করতে আধুনিক যন্ত্রাংশ ও সমরাস্ত্র সরবরাহও বাড়ানো হবে।”

এর আগে প্যারেড পরিদর্শন করেন সেনাপ্রধান। পরে তিনি ‘৭ম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে সামরিক রীতি অনুযায়ী বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন। সংক্ষিপ্ত এই আয়োজন শেষে সেনা সদস্যদের সাথে দরবারে যোগ দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি আশা করব, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যেকোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে।”

তথ্যসূত্র : https://shorturl.at/fXbOB

রাকিব

×