ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

সেনাপ্রধান বুঝে-শুনেই বক্তব্য দিয়েছেন: সাখাওয়াত হোসেন

প্রকাশিত: ১৬:০৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

সেনাপ্রধান বুঝে-শুনেই বক্তব্য দিয়েছেন: সাখাওয়াত হোসেন

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সবসময় বুঝে-শুনেই বক্তব্য দেন এবং তার প্রতিটি শব্দের মধ্যে গভীর বোধ থাকে। তিনি বলেন, “সেনাপ্রধান অত্যন্ত দক্ষ এবং স্ট্রেট ফরোয়ার্ড (সোজাসাপ্টা) ব্যক্তি। তিনি কোনো কথা না বুঝে বলেন না।”

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্যটি করেন ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। 

তিনি সেনাপ্রধানের ব্যক্তিত্ব সম্পর্কে আরও বলেন, “সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের একজন ব্যক্তি। তিনি একটি বিশাল বাহিনী পরিচালনা করছেন এবং আমি তাকে জানি, তিনি যা বলেন, তা খুবই সোজা এবং স্পষ্টভাবে বলেন। তার প্রতি আমার গভীর সম্মান রয়েছে।”

এছাড়া, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন মন্তব্য করেন, ‘‘সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন, তার ব্যাখ্যা কেবল সেনাপ্রধানই দিতে পারবেন। তবে তিনি যে বার্তা দিয়েছেন, তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর রাওয়া কনভেনশন হলে জাতীয় শহীদ সেনা দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, নিজেরা হানাহানিতে, পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত থাকার সুযোগ নিচ্ছে অপরাধীরা। তিনি সবাইকে সতর্ক করে হানাহানি পরিহার করে একসঙ্গে থাকার জন্য আহ্বান জানান।

আশিক

×