ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গে প্রস্তুত সেনা সদস্যরা: সেনাপ্রধান

প্রকাশিত: ১৬:০০, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গে প্রস্তুত সেনা সদস্যরা: সেনাপ্রধান

ছবিঃ সংগৃহীত

দেশের প্রয়োজনে দায়িত্ব পালনের পাশাপাশি সেনা সদস্যরা নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার সকালে রাজশাহী সেনা নিবাসের বাংলাদেশ ইনফ্যান্ট রেজিমেন্টাল সেন্টারে সপ্তম কর্নেল অফ দা রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।

দুর্জয়, দুরন্ত, নির্ভীক এই মূল মন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে সপ্তম কর্নেল রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হবার মধ্য দিয়ে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সকালে রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে সেনাপ্রধানকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী গার্ড অফ অনার দেয়া হয়। পরে সেনাবাহিনী প্রধানকে পরিয়ে দেয়া হয় কর্নেল র‍্যাংক ব্যাচ।

সেখানেই এক বক্তৃতায় জেনারেল ওয়াকার এই কথা বলেন।

আবীর

×