ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ছাড় পাবে না কোন দুষ্কৃতিকারী: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ১৩:৫৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

ছাড় পাবে না কোন দুষ্কৃতিকারী: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবিঃ সংগৃহীত

আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে এবার নিজেই মাঠে নামলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর পল্লবী, মিরপুর, দারুস সালামসহ বেশ কয়েকটি থানা পরিদর্শন করেন তিনি। কথা বলেন পুলিশ সদস্য ও সাধারণ মানুষের সাথে, জানান আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কম্বাইন্ড পেট্রোলিং চলবে, ছাড় পাবে না কোন দুষ্কৃতিকারী।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোণঠাসা স্বরাষ্ট্র উপদেষ্টা। বাধ্য হয়ে মধ্যরাতে সংবাদ সম্মেলন করেন তিনি, দেন অপরাধীদের ঘুম হারাম করে দেয়ার ঘোষণা। সেই কাজ ঠিকমত হচ্ছে কিনা তদারকিতে এবার নিজেই মাঠে নামলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ভোর রাতে মিরপুর ও মোহাম্মদপুর এলাকার পাঁচটি থানার কার্যক্রম পর্যবেক্ষণ করেন জাহাঙ্গীর আলম। পুলিশের দায়িত্ব পালন আর অভিযানের বিষয়ে নেন খোঁজখবর।

তিনি বলেন, "শেষ রাতের দিকেই কিন্তু যারা ডিউটি করে তারাও একটু শিথিল হয়ে যায় এবং সন্ত্রাসীরা একটু অ্যাক্টিভ হয়ে যায়। আমার যে বাহিনী আছে এরা যেন শিথিল না হয় এবং তারা তাদের দায়িত্ব যেন ঠিকভাবে কাজ করে ওইটা দেখার জন্য এবং জনগণের যেন কোন অসুবিধা হয় তাদের কোন সমস্যা আছে কিনা এটা দেখার জন্য আসলাম।"

জনগণের নিরাপত্তা সবার আগে উল্লেখ করে স্বরাষ্ট্র প্রদেষ্টা বলেন, দায়িত্বে অবহেলার সুযোগ নেই, হুঁশিয়ারি দেন কঠোর ব্যবস্থা গ্রহণের। আইন শৃঙ্খলা বাহিনীর জন্য ওভারঅল মেসেজ হলো জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে এবং আইন-শৃঙ্খলা বাহিনী এটি তাদের নিশ্চিত করতে হবে।

আবীর

×