ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

সরকারে থাকতেই রাজনৈতিক দল গঠন করা সততার ঘাটতি: আসিফ সৈকত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:২৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

সরকারে থাকতেই রাজনৈতিক দল গঠন করা সততার ঘাটতি: আসিফ সৈকত

ডাক্তার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ সৈকত। ছবিঃ সংগৃহীত

সম্প্রতি ঘটে যাওয়া দুইটি আলোচিত ঘটনা নিয়ে পরস্পরবিরোধী মন্তব্য করেছেন ডাক্তার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ সৈকত। একদিকে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের ব্যাংক হিসাব সাবমিট করাকে যেমন তিনি সততা বলেছেন, তেমনি সরকারে থাকাকালীন রাজনৈতিক দলগঠন প্রক্রিয়াতে সততার ঘাটতি আছে বলেও মন্তব্য করেছেন তিনি। 
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আসিফ সৈকত তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে এসব কথা লিখেছেন। 
তিনি লিখেছেন, ‘উপদেষ্টা নাহিদ তার ব্যাংক হিসাব সাবমিট করছে। এটা স্পষ্টত সততা। এই সততারে রেসপেক্ট করি। আবার সরকারে থাকা অবস্হাতেই রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া চূড়ান্ত করা - আমার দৃষ্টিতে সততার ঘাটতি। দ্বিমত হওয়াও আর্ট, আমি এই আর্ট চর্চার চেষ্টা করি।’

মুমু

×