ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ডিবি প্রধান

সে যেই হোক, পুলিশের হাত থেকে রক্ষা পাবে না

প্রকাশিত: ১২:০৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১২:০৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

সে যেই হোক, পুলিশের হাত থেকে রক্ষা পাবে না

ছবিঃ সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সন্ত্রাসী যত শক্তিশালীই হোক, আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে কেউ রক্ষা পাবে না।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১২টায় রাজধানীর গুলশান-২ নম্বর চত্বরে ঢাকা মহানগর এলাকার রাত্রিকালীন নিরাপত্তা তদারকি সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করছে।

জনসাধারণের সহযোগিতা চেয়ে রেজাউল করিম মল্লিক বলেন, “যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করবে, তাদের যেকোনো মূল্যে আইনের আওতায় আনা হবে।”

জাফরান

×