ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

জুলাই গণঅভ্যুত্থান সর্বস্তরের জনগণের, কারো বাপের একক সম্পত্তি না: মহিউদ্দিন রনি

প্রকাশিত: ১১:১০, ২৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১১:১১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান সর্বস্তরের জনগণের, কারো বাপের একক সম্পত্তি না: মহিউদ্দিন রনি

ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আলোচিত সমাজকর্মী মহিউদ্দিন রনি আজ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে ফেসবুকে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মন্তব্য করেন।

পোস্টে রনি বলেন, "জুলাই গণ অভ্যুত্থান ছিলো সর্বস্তরের জনগণের সম্মিলিত শক্তির বিস্ফোরণ। এটা কারো বাপের একক সম্পত্তি না। যদি কেউ বাপের সম্পদ বলে দাবি করে, ওকে জনতার মুখোমুখি দাঁড়াতে বলেন শেখ হাসিনার মত।"

এই মন্তব্যের মাধ্যমে রনি গণঅভ্যুত্থানকে একে জনগণের সংগ্রাম হিসেবে উল্লেখ করেছেন এবং এটি কোন এক ব্যক্তির বা রাজনৈতিক দলের দাবি বলে তুলে ধরার বিপক্ষে অবস্থান নিয়েছেন। তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে, এবং অনেকেই বিভিন্ন মন্তব্য করছেন।

নুসরাত

×