ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

বছর না ঘুরতেই নাজেহাল তিনশ ফিট সড়ক

প্রকাশিত: ১০:৩৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১০:৩৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

বছর না ঘুরতেই নাজেহাল তিনশ ফিট সড়ক

ছবিঃ সংগৃহীত

তিনশ ফিটের কুড়িল অংশের প্রবেশমুখের অর্ধেক দখল করে আছে বিভিন্ন অটোরিক্সা এবং অবৈধ পার্কিং করে রাখা বিভিন্ন গাড়ি। এভাবে যদি অর্ধেক রাস্তা দখল থাকে তাহলে গাড়িগুলো কিভাবে প্রবেশ করছে তিনশ ফিটে!

বছর না ঘুরতেই বেহাল রাজধানীর তিনশ ফিট সড়ক। অবৈধ যানবাহন, অনিয়ন্ত্রিত গতি আর ফুটপাথ দখলে প্রতিদিন ভোগান্তিতে চলাচলকারী সাধারণ মানুষ। এর সঙ্গে উল্টো পথে গাড়ি চলাচলের কারণে ঘটছে দুর্ঘটনা। পুলিশ বলছে চেকপোস্ট বসিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

ঢাকার সবচেয়ে সুন্দর ও পরিকল্পিত সড়ক এই তিনশ ফিট। রাজধানীর মানুষকে স্বস্তি দিতে দশ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে নির্মাণ করা হয় প্রায় ১৬ কিলোমিটারের এই সড়কটি। উদ্বোধনের পর কিছুদিন এই সড়কটি সাধারণ মানুষকে স্বস্তি দিলেও এখন অবস্থা পুরোপুরি ভিন্ন। তিনশ ফিটে প্রবেশমুখে অটোরিক্সার জটলা, তীব্র যানজট, কুড়িল বিশ্বরোড থেকে আসা গাড়ির দীর্ঘ সারি জানান দিচ্ছে সামনে আরো বিপদ।

আবীর

×