ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

এরশাদ সাহেবকে সেনাপ্রধান করেছেন জিয়াউর রহমান, বঙ্গবন্ধু নয়: তাজ রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৩২, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

এরশাদ সাহেবকে সেনাপ্রধান করেছেন জিয়াউর রহমান, বঙ্গবন্ধু নয়: তাজ রহমান

জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এ টি ইউ তাজ রহমান। ছবিঃ সংগৃহীত

এরশাদ সাহেবকে সেনাবাহিনীর প্রধান করেছেন জিয়াউর রহমান। তার যোগ্যতার বলে। বঙ্গবন্ধু করেননি। বলেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এ টি ইউ তাজ রহমান। 
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল গঠন সম্পর্কে তিনি বলেন, ‘'ছাত্ররা বৈষম্যবিরোধী নামে একটি আন্দোলন শুরু করেছিলো। এতে বাংলাদেশের সবার সহযোগিতা ছিলো। ছাত্ররা সেটাকে সহায়ক ধরে ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে অবদান রাখতে পারতো। কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার জন্য তাড়াহুড়া করে নিজেরা সবকিছুতে এত বেশি জড়িত হয়ে গেলো যে মানুষের মনোভাব তাদের বিরুদ্ধে চলে গেছে।
তাজ রহমান আরও বলেন, ‘দুই লক্ষ চৌদ্দ হাজারের মতো পুলিশ, এদের মধ্যে ৪০ থেকে ৫০ হাজার পুলিশ দুর্নীতিবাজ হতে পারে। বাকী সব পুলিশ তো নয়। এখন দুই লক্ষ চৌদ্দ হাজার পুলিশ বদলে ফেলার সক্ষমতা বাংলাদেশের নেই। এই পুলিশকে নিয়েই কাজ করতে হবে।’
সম্প্রতি সাবেক সেনাপ্রধান ও রাজনীতিবিদ হুসেইন মোহাম্মদ এরশাদের সেনাপ্রধান হওয়াকে প্রশ্নবিদ্ধ করার ঘটনায় তিনি বলেন, ‘এরশাদ সাহেবকে সেনাবাহিনীর প্রধান করেছেন জিয়াউর রহমান, বঙ্গবন্ধু নয়। যোগ্যতার বলে। তিনি ইতিহাসের অন্যতম প্রতিভাবান সেনাপ্রধান। এরশাদ তো নিজে নিজে লেফটেন্যান্ট জেনারেল হননি। সিস্টেমের মাধ্যমে তাকে বানানো হয়েছে।’
 

মুমু

×