ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

আজকের বিডিআর দেখেন আর হাসিনার বিডিআর দেখেন: লে. কর্নেল (অব.) হাসিন

প্রকাশিত: ০১:৩০, ২৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০১:৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

আজকের বিডিআর দেখেন আর হাসিনার বিডিআর দেখেন: লে. কর্নেল (অব.) হাসিন

ছবি: সংগৃহীত

সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান সাম্প্রতিক এক বক্তব্যে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।

তিনি বলেন, বিডিআর ছিল একটি শক্তিশালী বাহিনী, যার দক্ষতা, অস্ত্রের প্যাটার্ন এবং সামরিক প্রশিক্ষণ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর তুলনায় অনেক উন্নত ছিল। কিন্তু বর্তমান বিজিবি সেই মর্যাদা ধরে রাখতে পারেনি।

হাসিনুর রহমান অভিযোগ করেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত এবং এই ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র লুকিয়ে ছিল। তার মতে, এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল সেনাবাহিনীকে দুর্বল করা এবং বিডিআরকে ধ্বংস করা।

তিনি দাবি করেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন এবং সেনাপ্রধান মইন উ আহমেদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

তিনি আরও বলেন, "আমরা একটি শক্তিশালী বাহিনীকে দুর্বল করে দিয়েছি। বিডিআর নাম পরিবর্তন করে বিজিবি করলেও, আসল দক্ষতা ও গর্ব ফিরে পাওয়া সম্ভব নয়। এটি ছিল একটি পরিকল্পিত অপকর্ম, যা বাংলাদেশের সামরিক শক্তিকে দুর্বল করেছে।"

সাবেক এই সেনা কর্মকর্তা মনে করেন, বাংলাদেশ সেনাবাহিনীর উচিত এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা এবং দায়ীদের বিচারের আওতায় আনা।

তিনি বলেন, "আমরা একসাথে ৫৭ জন অফিসার হারিয়েছি, যা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। এটি ছিল প্রতিশোধমূলক হামলা, যা আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে নতজানু করার জন্য চালানো হয়েছিল।"

তার বক্তব্য অনুযায়ী, সামরিক বাহিনীর পুনর্গঠনের মাধ্যমে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা জরুরি।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না এবং দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

ভিডিও দেখুন: https://youtu.be/RXpXHIWdgok?si=icl0NmQDXDpl7Xye

এম.কে.

×