ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা: ফজলুর রহমান

প্রকাশিত: ২৩:২১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা: ফজলুর রহমান

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, বাংলাদেশের জন্ম রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে হয়েছে, এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, “মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা। যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, তারা আসলে বাংলাদেশের অস্তিত্বকেই অস্বীকার করে।”

সম্প্রতি এক আলোচনায় তিনি বলেন, "আমি কঠিন কথা বলি, কিন্তু সত্য কথা বলি। আমি কঠোর অবস্থান নিয়েছি, কারণ তারা যখন বলতে শুরু করল যে 'আমরা ১৯৪৭ ও ২০২৪ মানি, কিন্তু ১৯৭১ কিছুই ছিল না'— তখন থেকেই আমি তাদের বিরুদ্ধে কথা বলছি। এর আগে আমি কখনো তাদের বিরুদ্ধে অবস্থান নিইনি।"

তিনি আরও বলেন, "বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নিয়েছে। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি আমাদের জাতীয় পরিচয়ের মূল ভিত্তি। এখনো কেউ যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না।"

ফজলুর রহমান উল্লেখ করেন, এক সময় মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দেশকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আজও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোনো বক্তব্য জনগণ গ্রহণ করে না।

তিনি বলেন, “এখন যখন তারা দেখে যে মুক্তিযুদ্ধের ঢেউ থামেনি, তখন তারা নিজেদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে।”

তিনি জোর দিয়ে বলেন, “বাংলাদেশের একজন নেতা হিসেবে মুক্তিযুদ্ধকে স্বীকার করতেই হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এটি আমাদের অস্তিত্বের সঙ্গে গভীরভাবে জড়িত।”

ভিডিও দেখুন: https://youtu.be/yCIXVIrDRMc?si=3WdCnIbeQ5G1CkVP

এম.কে.

×