ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

পিলখানায় পৌঁছে জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজমকে দেখেন মেজর জসিম

প্রকাশিত: ২২:৫১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

পিলখানায় পৌঁছে জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজমকে দেখেন মেজর জসিম

ছবি: সংগৃহীত

নিউ মার্কেটের অভিযানে নিজের অভিজ্ঞতার কথা জানালেন মেজর জসিম। তিনি জানান, নিউ মার্কেটে প্রবেশের পথে কোনো সৈনিকের ডিউটি ছিল না, কোনো জনসমাগমও ছিল না।

তিনি বলেন, "নিউ মার্কেটে ঢোকার পথটি দিয়ে আমি আমার সমস্ত সৈনিক ট্রেনিং কাজে লাগাই। ওখানে গিয়ে দেখি, গেটটা পুরোপুরি আনঅ্যাটেন্ডেড। কোনো সৈনিকের উপস্থিতি নেই, কোনো জটলাও নেই।"

তিনি আরও জানান, তিনি বারবার কল করার চেষ্টা করলেও কেউ তার ফোন রিসিভ করেনি। "খুব দ্রুতগতিতে সব কিছু ঘটছিল। এর মধ্যে দেখি, একটি গাড়ি থেকে দুজন সিভিল লোক নামছে। তখন আমার সন্দেহ হলো, এরা কারা?"

পরে, তারা ঘুরে গেলে তিনি দেখতে পান জাহাঙ্গীর, নানক এবং মির্জা আজম গেটের ভেতরে। "আমি আমার নেগেটিভ আইতে দেখলাম। একটি জোয়ান ছিল, যার নাক-মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। তখন আমি সাথে সাথে আমার সিও-কে রিং দিলাম, কিন্তু তিনি রিসিভ করলেন না।"

তিনি বলেন, ব্রিগেড মেজর মেজর মাহমুদ এসে জানিয়ে দেন, "স্যার, আপনারা অপারেশনাল অর্ডার পাবেন। অর্ডার ছাড়া আপনারা কোনো কাজ করবেন না।"

পরিস্থিতি পর্যবেক্ষণের সময় মেজর জেনারেল জিয়া এসে তার কলার ধরে টেনে ভিতরে নিয়ে যান। তিনি বলেন, "তোমাকে তো ওই পজিশনে যেতে বলিনি! কোনো অর্ডার ছাড়া কিছু করবে না!"

মেজর জসিম বলেন, "আমি তখনও বললাম, স্যার, গেট পুরোপুরি আনঅ্যাটেন্ডেড। এখানে মির্জা আজম, জাহাঙ্গীর এবং নানক ছিলেন।" কিন্তু তাকে জানিয়ে দেওয়া হয়, তিনি শুধু পর্যবেক্ষণ করতে পারেন, কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না।

তিনি মনে করেন, "পুরো ঘটনা অত্যন্ত পরিকল্পিত ছিল। যদি একটু গভীরভাবে ভাবা হয়, তাহলে উত্তরটা মিলবে।"

শিলা ইসলাম

×