ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

পদ বঞ্চিত হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাংলামটর অবরোধ

প্রকাশিত: ২২:৪৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

পদ বঞ্চিত হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাংলামটর অবরোধ

পদ বঞ্চিত হওয়া নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা শহরের বাংলামোটর  রূপায়ণ টাওয়ারের সামনে রাত সোয়া নয়টায় থেকে রাস্তা অবরোধ করেন। তাদের প্রতিবাদী স্লোগানে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিলেন, "ঢাবি সিন্ডিকেট ভেঙে দাও, গুঁড়িয়ে দাও... আমার ভাইয়ের রক্ত লাল, ঢাবি কোন চ্যাটের বাল, আপোষ না সংগ্রাম সংগ্রাম।" এ ঘটনায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পুরো এলাকা অচল হয়ে পড়ে।

এদিকে, বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশকালে নিজেদের মধ্যে হাতাহাতি ঘটে। এই ঘটনায় অন্তত ১১ জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আশিক

×