ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

ছাত্রদের আদর্শ এরদোয়ান-ইমরান?

প্রকাশিত: ২২:৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

ছাত্রদের আদর্শ এরদোয়ান-ইমরান?

ছবি: সংগৃহীত

নতুন রাজনৈতিক দলে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, "রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পরে ছাত্রজনতার আহ্বানে সাড়া দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করার জন্য আমি কৃতজ্ঞ।"

নতুন রাজনৈতিক দলে যোগ দেয়ার ব্যাপারে নিশ্চিত করে নাহিদ ইসলাম বলেন, "হ্যাঁ, নতুন যে রাজনৈতিক দল ও শক্তি গঠন হচ্ছে, সেখানে অংশগ্রহণ করাই আমার অভিপ্রায়। জনগণের সঙ্গে মিশে আবারো জনগণকে ঐক্যবদ্ধ করা এবং গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যেই আমি সরকার থেকে পদত্যাগ করেছি।"

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ছাত্র রাজনৈতিক দলের গঠনের কাজ তত্ত্বাবধান করছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা চান, নতুন দল যেন বাংলাদেশের প্রচলিত বামপন্থী বা ডানপন্থী ধারার কোনো একটির সীমানার মধ্যে আবদ্ধ না থাকে। বরং তারা একটি "মধ্যপন্থী" রাজনৈতিক অবস্থান গড়ে তুলতে চান।

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে নতুন রাজনৈতিক দলগুলো স্বল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করে ক্ষমতায় এসেছে। তাদের মধ্যে তুরস্কের এরদোয়ানের একেপি (ন্যায় ও উন্নয়ন পার্টি), পাকিস্তানের ইমরান খানের পিটিআই (তেহরিক-ই-ইনসাফ) এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি) অন্যতম। এসব দলের সাফল্যের কারণ বিশ্লেষণ করে নিজেদের পথ নির্ধারণের চেষ্টা করছেন ছাত্রনেতারা।

আলী আহসান জুনায়েদ বলেন, "আমরা বুঝতে চাইছি, এই দেশগুলোর তরুণরা রাজনীতি নিয়ে কী ভাবছে এবং কীভাবে তারা নতুন দল গঠন করে জনগণের আস্থা অর্জন করেছে। এরদোয়ানের একেপি 'ন্যায়' এবং 'উন্নয়ন'-এর ওপর গুরুত্ব দিয়েছে, ভারতের আম আদমী পার্টি উচ্চশিক্ষিত তরুণদের আকৃষ্ট করেছে এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম চালিয়েছে। আমরাও এসব বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করছি।"

সারা দেশে নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনা এখন তুঙ্গে। ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা এই শক্তি কি আদৌ এরদোয়ান, ইমরান খান, কিংবা কেজরিওয়ালের মতো জনপ্রিয় হতে পারবে? তাদের কৌশল কী হবে? এই নতুন শক্তির ভবিষ্যৎ নির্ধারণ করবে তরুণদের সংগঠিত করার সক্ষমতা এবং জনগণের আস্থা অর্জনের দক্ষতা।

ভিডিও দেখুন: https://youtu.be/xQ-EWVWg0Y4?si=pj4fbQGUwr4BTJml

এম.কে.

×