ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

কেরানীগঞ্জে অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

কেরানীগঞ্জে অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান

ছ‌বি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধসহ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে এ অভিযান চালানো হয়। অভিযানে মদিনা ব্রিকস নামে একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন।

এদিকে, দেশের সব অবৈধ ইটভাটা আগামী চার সপ্তাহের মধ্যে গুঁড়িয়ে দিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি, অবৈধ ইটভাটা ও জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর ও ময়মনসিংহের বিভাগীয় কমিশনারদের।

আগামী ১৭ মার্চ তাদের হাইকোর্টে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি, সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মারিয়া

×