ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

ক্ষমা চাইলেন নতুন ছাত্র সংগঠনের নেতা আব্দুল কাদের

প্রকাশিত: ২১:৫৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:০৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

ক্ষমা চাইলেন নতুন ছাত্র সংগঠনের নেতা আব্দুল কাদের

আব্দুল কাদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে বুধবার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। তবে নতুন এই ছাত্রসংগঠনের ঘোষণার পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিক্ষোভ ও হাতাহাতির ঘটনা ঘটে।

নতুন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার, এবং সদস্য সচিব হয়েছেন জাহিদ আহসান। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে তৌহিদ মোহাম্মদ সিয়ামকে, রিফাত রশীদকে সিনিয়র সদস্যসচিব, তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে মুখ্য সংগঠক এবং আশরেফা খাতুনকে মুখপাত্র।

এদিকে সংগঠন ঘোষণা ও নেতৃত্ব নিয়ে কোন্দলে মধুর ক্যান্টিনে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে। এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন নতুন ছাত্রসংগঠনের ঢাবি সংসদের সভাপতি আব্দুল কাদের। তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে বলেছেন, "ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয়েছে। আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী।"

আশিক

×