ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

রমজানে ভেজাল রোধে কড়া নজরদারি, ঢাকায় চলবে তিন মোবাইল কোর্ট!

প্রকাশিত: ২১:০৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:১০, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

রমজানে ভেজাল রোধে কড়া নজরদারি, ঢাকায় চলবে তিন মোবাইল কোর্ট!

ছবি: সংগৃহীত

পণ্যে ভেজাল প্রতিরোধে রমজান মাসে ঢাকায় প্রতিদিন তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) মতিঝিলের শিল্প মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এই ঘোষণা দেন। শিল্প সচিব ওবায়দুর রহমান এবং বিএসটিআই এর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম সহ অন্যান্যরাও এসময় উপস্থিত ছিলেন।

আদিলুর রহমান খান বলেন, "পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই সারা বছরই নিয়মিত অভিযান পরিচালনা করে। তবে পবিত্র রমজান মাসে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। রমজান মাসে ঢাকা মহানগরে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় প্রতিদিন তিনটি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসনের সহযোগিতায় বিএসটিআইয়ের জেলা, বিভাগীয় এবং আঞ্চলিক কার্যালয় থেকে প্রতিদিন একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।"

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অবৈধ প্রতিষ্ঠান যাতে অনলাইনে পণ্য বিক্রি বা বিতরণ করতে না পারে সেজন্য ইতোমধ্যে বিটিআরসিকে চিঠি দেওয়া হয়েছে। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে প্রায় ১৫ টি অনলাইন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। অনলাইনে পণ্য কেনার আগে বিএসটিআই এর অনুমোদন নিশ্চিত করতে এবং প্রয়োজনে বিএসটিআইয়ের হটলাইন নম্বরে  (১৬১১৯) এ যোগাযোগ করতে ভোক্তাদের অনুরোধ করা হয়েছে।

ইমরান

×