ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

দেশের সংকট সমাধানে দরকার সংসদ নির্বাচন

প্রকাশিত: ২০:৫২, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

দেশের সংকট সমাধানে দরকার সংসদ নির্বাচন

ছবি: সংগৃহীত

চলমান সংকট সমাধানের একমাত্র পথ জাতীয় সংসদ নির্বাচন। এমন মন্তব্য করেছেন চেয়ারপার্সন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেছেন, "স্থানীয় সরকার নয়, আগে দিতে হবে জাতীয় নির্বাচন।" 

এদিকে, আগে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মরণিপত্র দিয়েছেন সাবেক স্থানীয় সরকারের প্রতিনিধিরা। 

স্থানীয় সরকার নাকি জাতীয় সংসদ নির্বাচন, কোনটি আগে? রাজনীতির মাঠে এমন বিতর্কের মধ্যে এবার রাজপথে নেমেছেন বিএনপির সাবেক স্থানীয় জনপ্রতিনিধিরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হন। সারাদেশ থেকে আসা স্থানীয় সরকারের সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার সাবেক মেয়র, কাউন্সিলর ও মেম্বাররা। 

এর আগে, জাতীয় নির্বাচনের দাবিতে একটি অংশ প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে রওনা হলে হাইকোর্ট মোড়ে বাধা দেয় পুলিশ। তাদের অনুরোধে রাস্তা ছেড়ে দিয়ে কয়েকজন প্রতিনিধি প্রধান উপদেষ্টার কার্যালয়ে তা পৌঁছে দেন। 

এদিকে, জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অংশ নিয়ে তিনিও আগে জাতীয় নির্বাচনের দাবি জানান। 

সূত্রঃ https://www.youtube.com/watch?v=JthtZgDcgjg

শিলা ইসলাম

×