ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

এই দেশে কোন মেজরিটি বা মাইনরটি মানিনা: আমির

প্রকাশিত: ২০:২৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

এই দেশে কোন মেজরিটি বা মাইনরটি মানিনা: আমির

ছবি: সংগৃহীত

মেজরিটি এবং মাইনরিটি মানি না এমন মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। 

সম্প্রতি বক্তব্য রাখা কালীন আমরা এই দেশে কোন মেজরিটি এবং মাইনরিটি মানি না এমন কথা বলেন তিনি। 

তিনি আরো বলেন,  কিসের সংখ্যালঘু আর কিসের সংখ্যা গুরু? এই দেশে যেই মনে হচ্ছে, সেই এদেশের গর্বিত নাগরিক। 

পতিত সরকারের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা নাগরিকদেরকে কোন ভাগ-বাটারা, ধর্ম কিংবা দলের ভিত্তিতে করার পক্ষে নয়। ঠিক এই বদ অভ্যাস ছিল অতীতের পতিত স্বৈরাচারের। 

সূত্রঃ https://www.youtube.com/watch?v=CbrsokE90g4
 

শিলা ইসলাম

×