ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

ভারতে ছাত্রদের গোপনাঙ্গ দেখতেন দুই শিক্ষিকা, যৌন হেনস্থার অভিযোগ

প্রকাশিত: ২০:১৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

ভারতে ছাত্রদের গোপনাঙ্গ দেখতেন দুই শিক্ষিকা, যৌন হেনস্থার অভিযোগ

ছ‌বি: সংগৃহীত

মুর্শিদাবাদের দুটি প্রাথমিক স্কুলের দুই শিক্ষিকার বিরুদ্ধে পকসো আইনের অধীনে বিকৃত যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ছোট ছাত্রদের পোশাক খুলতে বাধ্য করে এবং তাদের যৌনাঙ্গ দেখানোর চেষ্টা করতেন। তবে, শিক্ষিকাদের দাবি, প্রশাসনের বিরুদ্ধে তাঁদের দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর তারা এই নোংরা ও ভুয়ো ঘটনায় ফাঁসানো হচ্ছেন। তাদের মতে, এই ঘটনা একটি চক্রান্ত এবং তারা আইনি পথে এর বিরুদ্ধে লড়বেন।

দুটি স্কুল, যেগুলি বহরমপুর পুরসভা দ্বারা পরিচালিত, সেখানে কর্মরত ছিলেন এই শিক্ষিকারা। সম্প্রতি, তারা একাধিক আইনি লড়াইয়ের মাধ্যমে তাদের আটকে রাখা বেতন আদায় করেছিলেন, যা পুরসভা কর্তৃক বন্ধ করে দেওয়া হয়েছিল। এরই মধ্যে, কয়েকজন অভিভাবক অভিযোগ করেন যে শিক্ষিকারা তাদের সন্তানদের যৌন হেনস্থা করেছেন, যার ভিত্তিতে পকসো আইন অনুযায়ী মামলা দায়ের হয়। তবে, শিক্ষিকাদের সহকর্মীরা তাদের বিরুদ্ধে এমন অভিযোগের বিরোধিতা করেছেন এবং সন্দেহ প্রকাশ করেছেন যে কিছু সমস্যা রয়েছে।

তথ্যসূত্রঃ https://bangla.hindustantimes.com/bengal/districts/pocso-case-against-those-two-female-primary-teachers-who-won-court-battle-against-berhampur-municipality-earlier-31740573739126.html

মারিয়া

×