ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

তাসনিম খলিল

বাংলাদেশকে আরেকবার ইন্ডিয়ার করদ রাজ্য বানানোর প্ল্যান বি!

প্রকাশিত: ১৯:১৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:১৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশকে আরেকবার ইন্ডিয়ার করদ রাজ্য বানানোর প্ল্যান বি!

ছবি: সংগৃহীত

বাংলাদেশকে আরেকবার ইন্ডিয়ার করদ রাজ্য বানানোর প্ল্যান কি হতে পারে? এমন একটি ধারণার কথা বলেছেন আলোচিত সাংবাদিক তাসনিম খলিল।

আজ ২৬ ফেব্রুয়ারি (বুধবার) তসনিম খলিল তার ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে লিখেন, বাংলাদেশকে আরেকবার ইন্ডিয়ার করদ রাজ্য বানানোর প্ল্যান বি:
১. দেশব্যাপী ফেদাইন বাহিনীর ওয়াইডস্প্রেড ডিস্টারবেন্স ও নাশকতা।
২. প্রবল গ্যাঞ্জাম করে রাষ্ট্রপতি চুপ্পুকে সরিয়ে মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানানো।
৩. মুহাম্মদ ইউনূসের জায়গায় সাবেক সেনাপ্রধান আইকেবিকে প্রধান উপদেষ্টা করে নতুন সরকার গঠন।
৪. ওয়াকারকে সরিয়ে ফয়জুরকে সেনাপ্রধান বানানো।
৫. ব্যাপক তৌহিদী তাণ্ডবের কয়েক বছর।
৬. ইন্ডিয়ান ইন্টারভেনশন।
৭. সায়মা ওয়াজেদ পুতুলের শাসন।

ফারুক

×