ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম পরিবর্তন

প্রকাশিত: ১৮:৪৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৮:৫০, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম  পরিবর্তন

বঙ্গবন্ধু সেতু ও টানেল ছবি: সংগৃহীত।

যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু ও কর্ণফুলী নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করা হয়েছে। নদীর নামের এই দু’টির স্থাপনার নতুন নামকরন করেছে সেতু বিভাগ। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করে সেতু বিভাগ। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সেতু বিভাগের আওতাধীন সেতু কর্তৃপক্ষের নির্মিত দু’টি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।  এগুলো হলো-শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করে কর্ণফুলী টানেল ও বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে যমুনা সেতু করা হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।

সায়মা ইসলাম

×