ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

মানুষের মাঝে শঙ্কা রয়েছে নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য হবে কিনা: খায়রুল কবির

প্রকাশিত: ১৭:৫০, ২৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৭:৫০, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

মানুষের মাঝে শঙ্কা রয়েছে নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য হবে কিনা: খায়রুল কবির

ছ‌বি: সংগৃহীত

রাজনৈতিক অস্থিরতা নিরসনে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির। তিনি বলেছেন, জনগণের মধ্যে শঙ্কা বিরাজ করছে—নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কিনা, সে বিষয়ে সন্দেহ রয়েছে। পাশাপাশি, সরকারের নির্লিপ্ততা ও ব্যর্থতার কারণেও উদ্বেগ বাড়ছে।

খায়রুল কবির আরও বলেন, বর্তমান সরকার কার্যত অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা পালন করছে। তবে যদি নিরপেক্ষতার অভাব দেখা দেয়, তাহলে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবি উঠতে পারে। তিনি অভিযোগ করেন, প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি হতে পারে।

তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন। তার মতে, যদি নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালিত না হয়, তাহলে দেশে আরও অস্থিরতা তৈরি হতে পারে। তবে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হলে চলমান অনিশ্চয়তা অনেকটাই কেটে যাবে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1EM1E1jsAd/

মারিয়া

×