
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংক খাতের সমস্যা সবার জানা এবং সুশাসন ফিরিয়ে আনতে চেষ্টা চলছে। তবে জোর প্রচেষ্টা সত্ত্বেও কিছু ব্যাংক বাঁচানো যাবে না, কারণ কোনো কোনো ব্যাংকের ৮৭% ঋণ একটি পরিবার নিয়ে গেছে, যা আর ফেরত আসবে না।
গতকাল সিপিডির আয়োজিত অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সম্মেলনের সমাপনী দিনে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, ইসলামী ব্যাংক ও ইউসিবিতে সুশাসন ফিরিয়ে আনায় ধীরে ধীরে তাদের ওপর দেওয়া বিধিনিষেধ তুলে নেওয়া হবে। সমস্যাগ্রস্ত ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই করা হচ্ছে এবং আগামী এপ্রিলের মাঝামাঝি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, নতুন আইনে এমন কিছু শর্ত যুক্ত করা হচ্ছে, যাতে ঋণখেলাপি কোম্পানির নিয়ন্ত্রণ নিতে পারে ব্যাংক, যা বড় ঋণগ্রহীতাদের জন্য সতর্ক সংকেত হবে।
খেলাপি ঋণ ৩০% বলা হলেও প্রকৃতপক্ষে তা ৫০% ছাড়িয়ে গেছে বলে জানান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান। সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ব্যাংকের সব সূচকেই অবনতি হয়েছে, এবং রাজনৈতিক কারণে আইন শিথিল করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
মারিয়া