ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

পিলখানা হত্যাকাণ্ড

ভারতীয় বাহিনীর সাথে গোপনে সবকিছু তদারকি করেছেন, সোহেলকে ইলিয়াস

প্রকাশিত: ১৪:২৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

ভারতীয় বাহিনীর সাথে গোপনে সবকিছু তদারকি করেছেন, সোহেলকে ইলিয়াস

সোহেল তাজ ভাই এতো পাগলামি শুরু করলেন কেন বলে মন্তব্য করেছেন, বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট ইলিয়াস হোসেন।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি  একথা বলেন।

সাংবাদিক ইলিয়াস তার ফেসবুক পোস্টে আরো জানান,সোহেল তাজ ভাই এতো পা'গলামি শুরু করলেন কেন?আপনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, এতো বড় ঘটনার সময় আপনার ভুমিকা কি ছিলো সেটা জাতির সামনে স্পষ্ট করতে হবে৷ কিছু জানিনা বললেতো হবে না পিলখানা ঘটনার আগে পরে কোথায় ছিলেন, হঠাৎ নেই হয়ে গিয়েছিলেন কেন সেটা পরিস্কার করতে হবে৷

দেশে থাকেন আর বাইরে থাকেন উল্লেখ করে তিনি আরো জানান,দেশে থাকেন আর বাইরে থাকেন আপনি সব জানতেন এবং ভারতীয় বাহিনীর সাথে গোপনে সবকিছু তদারকি করেছেন৷ পিলখানা হত্যাকান্ড নিয়ে গঠিত প্রথম তদন্ত কমিটির সদস্যরা তেমনটাই মনে করে৷

ফুয়াদ

×