ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

হাসিনা জামায়াতের সমর্থনে ক্ষমতায় যাওয়ার জন্য ৩ টা মন্ত্রী ও ৭ টা মহিলা এমপির পদ অফার করেছিল: আমান আযমী

প্রকাশিত: ১৩:১০, ২৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৩:১১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

হাসিনা জামায়াতের সমর্থনে ক্ষমতায় যাওয়ার জন্য ৩ টা মন্ত্রী ও ৭ টা মহিলা এমপির পদ অফার করেছিল: আমান আযমী

শেখ হাসিনা জামায়াতের সমর্থনে ক্ষমতায় যাওয়ার জন্য ৩ টা মন্ত্রী ও ৭ টা মহিলা এমপির পদ অফার করেছিলেন বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে  একথা জানান তিনি।

পোস্টে আযমী লিখেন, অধ্যাপক গোলাম আযম এর উদ্ভাবিত ও প্রস্তাবিত কেয়ার টেকার সরকারের অধীনে (১৯৯১ সালে) প্রথম নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার জন্য মরিয়া বর্তমানে হুলিয়া মাথায় নিয়ে পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী অধ্যাপক গোলাম আযম এর পা ধরার মত অবস্থা। তিনটা মন্ত্রীর পদ এবং ৭টা মহিলা এমপি এর পদ অফার দিয়েছিল জামায়াতের সমর্থন পেয়ে ক্ষমতায় যাবার জন্য।

তিনি লিখেন, আমির হোসেন আমু এবং মো. নাসিম জামায়াতের তৎকালীন জয়েন্ট সেক্রেটারী আলী আহসান মু. মুযাহিদ এর অফিসে "সমর্থন" ভিক্ষার আশায় বসে থাকতেন। বাআল মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী অব. বিচারপতি বদরুল হায়দার চৌধুরী নিজে এসেছেন অধ্যাপক গোলাম আযম এর পদধূলি নিতে প্রেসিডেন্ট পদে ভোট দেয়ার আশায়। "গরজ বড় বালাই"!

সবশেষ আমান আযমী লিখেন, তখন তো এই মুনাফেকদের কাছে অধ্যাপক গোলাম আযমকে "যুদ্ধপরাধী" মনে হয়নি? হঠাৎ করে কেন অধ্যাপক গোলাম আযম যুদ্ধাপরাধী হয়ে গেল? চোখ রাখুন। শীঘ্রই শীর্ষ নারী মুনাফেক এর মুখোশ উন্মোচন করা হবে ইনশাআল্লাহ।

সজিব

আরো পড়ুন  

×