ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না: শাহাদত হোসেন সেলিম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না: শাহাদত হোসেন সেলিম

১২-দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। ছবিঃ সংগৃহীত

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন নিরপেক্ষ হবে না বলে মন্তব্য করেছেন ১২-দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। কারণ নির্বাচন নিয়ে সরকার একটি নির্দিষ্ট মতামতে স্থির থাকতে পারছে না। 

শাহাদাত হোসেন বলেন, ‘সরকার প্রধান বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন। আমরা তার কথায় বিশ্বাস করতে চাই। সেনাপ্রধানও সেটাই স্পষ্ট করে বলেছিলেন। কিন্তু প্রেস সেক্রেটারি আবার বলছেন সেটাকে মার্চ পর্যন্ত নিয়ে যাবেন। প্রেস সেক্রেটারি এমন কথা বলে সমস্যার সৃষ্টি করছেন। আমরা পুরো জাতিই সহায়তা করছি। কিন্তু সহায়তা নেওয়ার মতো সক্ষমতা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসের আছে কিনা এটা আমার বিশ্বাস হয় না।’

তিনি আরও বলেন, ‘উপদেষ্টাদের অর্ধেকেরও বেশি একটি রাজনৈতিক দল গঠন করার জন্য এবং ক্ষমতায় চিরস্থায়ী হওয়ার জন্য তাদের মধ্যে এক ধরণের উচ্চাকাঙ্খা বিরাজ করছে। ফলে ছাত্র প্রতিনিধিরা বাদেও আরও যারা উপদেষ্টা আছেন, তারা ক্ষমতায় থাকলে নির্বাচন নিরপেক্ষ হবে না। এটা একেবারে নিশ্চিত করে বলতে পারি।’

মুমু

আরো পড়ুন  

×