ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

চিরদিন আফসোস থেকে যাবে আমার: মহিউদ্দিন রনি

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১২:৫৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১২:৫৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

চিরদিন আফসোস থেকে যাবে আমার:  মহিউদ্দিন রনি

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অনলাইন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি সম্প্রতি তার প্রথম বই "জুলাই ২৪: আপস নয় সংগ্রাম" প্রকাশ করেছেন। বইটি বর্তমানে অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে এবং অনলাইনেও কেনার সুযোগ রয়েছে।

বইটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মহিউদ্দিন রনি বলেন, "শহীদের মৃত্যুর মিছিলে আমার নামটি পড়ে নাই, শহীদের তালিকায় আমার নাম না থাকায় চিরজীবন আফসোস থাকবে।" তিনি আরও জানান, বইটি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে রচিত হয়েছে।

উল্লেখ্য, মহিউদ্দিন রনি সামাজিক সচেতনতা ও ন্যায়বিচারের দাবিতে সরব একজন তরুণ কর্মী। তার বইয়ে তিনি সংগ্রাম, আত্মত্যাগ ও ন্যায়বিচারের বার্তা তুলে ধরেছেন।
 

জাফরান

আরো পড়ুন  

×