ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

কারাগারে সাজা খাটিয়ে সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশব্যাক করেছে বিএসএফ

প্রকাশিত: ১২:৫৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১২:৫৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

কারাগারে সাজা খাটিয়ে সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশব্যাক করেছে বিএসএফ

মুজিবনগর সীমান্ত দিয়ে ১৫ জন বাংলাদেশি নাগরিককে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশব্যাক করেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এই পুশব্যাকের ঘটনা স্থানীয় মানুষের মধ্যে বেশ আলোচিত হয়েছে।


পুশব্যাক হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, তারা অবৈধভাবে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশ করেছিলেন। ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক করে। পরে তারা বিভিন্ন মেয়াদে সাজা খাটেন ভারতের কারাগারে। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগারে দীর্ঘ সময় কারাবাসের পর, বুধবার রাতে বিএসএফ তাদের ফেরত পাঠায়।


এই ১৫ জনের মধ্যে বিভিন্ন জেলার নাগরিক রয়েছেন। তাদের মধ্যে পাবনার চাটমোহর থানার শিবাস হালদার (৫০), হরিদাস হালদার (২৪), চাঁপাইনবাবগঞ্জের সিরাজুল ইসলাম (২৮), নরেন্দ্রপুরের আক্কাস আলী (২৮) ও কাজীব আলী (২৩), রাজশাহীর শাহিন আলী (২৭), পিরোজপুরের আজিল সিপাই (৪৫), মিয়ানমারের বুথিডং জেলার আবুল পয়াসের ছেলে রিয়াজ (২৪) সহ মোট ১৫ জন।


এই ব্যক্তিরা জানান, তারা কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং পুলিশ তাদের আটক করে। অবশেষে, দীর্ঘ সময় পর ভারতের কারাগারে সাজা খাটার পর বিএসএফ তাদের সীমান্তে ফেরত পাঠায়।


পুশব্যাক হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, তারা ভারতে আটকা পড়ার পর বিভিন্ন সময় আটক হয়ে কারাগারে বন্দি হন। কারাগারে সাজা খাটার পর, বিএসএফ কাঁটাতারের বেড়া পার করে তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।


তাদের ফেরত পাঠানোর পর, তারা মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে পৌঁছান এবং পরবর্তীতে বিভিন্ন পরিবহনে নিজ নিজ গন্তব্যে চলে যান।


এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, তিনি পুশব্যাক সংক্রান্ত কোনো তথ্য জানেন না এবং বিষয়টি সম্পর্কে তার কোনো মন্তব্য নেই।

আফরোজা

আরো পড়ুন  

×