ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

নাহিদ ইসলামের পদত্যাগ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

নাহিদ ইসলামের পদত্যাগ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবিঃ সংগৃহীত

গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করার পরে তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাতে দক্ষিণ বনশ্রীতে স্বাগত মিছিলের আয়োজন করা হয় সাউথ সিটি স্কুলের পক্ষ থেকে। সেখানে সাবেক এই উপদেষ্টার অনুরাগীরা তার এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ ও দূরদর্শী বলে মন্তব্য করেছেন।

স্বাগত মিছিলে অংশগ্রহণকারী এক অনুরাগী নাহিদ ইসলামের পদত্যাগ সম্পর্কে বলেন, ‘’ নাহিদ ভাই যেই সিদ্ধান্ত নিয়েছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা মনে করি, নাহিদ ভাই যেহেতু রাজপথে ছিলো, এখন যদি আবার তাকে রাজপথে পাই, তাহলে যতো বাধাই আসুক না কেন, আমরা সামনে এগিয়ে যেতে পারবো।’’

নাহিদের আরেক অনুরাগী বলেন, ‘যারা সুবিধাবাদী তারা ক্ষমতার লোভ করে। ক্ষমতায় টিকে থাকবে কিভাবে সেই চিন্তা করে। যেমনটা করেছিলো ফ্যাসিস্ট হাসিনা। সেটা আমরা যেমন ব্যর্থ করে দিয়েছি, ঠিক নাহিদ ভাই যখন দেখলো যে ক্ষমতায় থেকে সে বাধার সম্মুখীন হচ্ছে বিভিন্ন  পদক্ষেপ নিতে গিয়ে, এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে কিছু কার্যকরী পদক্ষেপ সে নিতে পারছে না, তাকে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হতে হচ্ছে প্রশাসনিকভাবে, তখনই আমাদের কাছে এবং নাহিদ ভাইয়ের কাছে মনে হয়েছে এই রাজপথে থেকেই দেশের মানুষকে নিয়ে সুন্দরভাবে, সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কাজ করা উচিৎ।’ তার জন্য আমরা রাজপথে অপেক্ষা করছিলাম।’

মুমু

আরো পড়ুন  

×