ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

আদাবর থেকে কিশোর গ্যাং নেতা মাউরা সোহেল সহযোগীসহ গ্রেপ্তার

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০০:০৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০০:১৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

আদাবর থেকে কিশোর গ্যাং নেতা মাউরা সোহেল সহযোগীসহ গ্রেপ্তার

ছবি; সংগৃহীত

আদাবর থেকে ‘মাউরা গ্রুপ’ প্রধান ও কিশোর গ্যাং নেতা মো. সোহেল ওরফে মাউরা সোহেল (২৫) ও তার এক সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার আদাবর থেকে র‍্যাব-২ এর একটি দল তাদের গ্রেপ্তার করে বলে জানিয়েছেন ব্যাটালিয়নটির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু।

তিনি বলেন, আদাবর থানা এলাকায় ০৮/১০ জন ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি গ্রহণ করছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে মাউরা সোহেল ও মো. আলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ১টি দেশীয় অস্ত্র সামুরাই, ১টি ছুরি ও ২টি মোবাইল পাওয়া যায়।

সোহেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব দাবি করছে, মাউরা গ্রুপের সদস্য সংখ্যা ২০-২৫ জন। সে আদাবর এলাকায় কিশোর গ্যাং পরিচালনা করে এবং তার নেতৃত্বে চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়। তার বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় একাধিক মামলা রয়েছে।

শহীদ

সম্পর্কিত বিষয়:

×