ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

বীর সেনাদের হত্যায় উৎসব করেছিলেন হাসিনা, বললেন বিএনপি নেতা সালাম

প্রকাশিত: ২১:৩৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

বীর সেনাদের হত্যায় উৎসব করেছিলেন হাসিনা, বললেন বিএনপি নেতা সালাম

ছবি: সংগৃহীত।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে নৃশংস বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বিএনপি নেতা আব্দুস সালাম দাবি করেছেন যে, এই হত্যাকাণ্ড শেখ হাসিনার নির্দেশে হয়েছিল। তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডের বিচার হিসেবে শেখ হাসিনাকে ধরে এনে জওয়ানদের সামনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা উচিত।

সালাম উল্লেখ করেন, বিডিআর হত্যাকাণ্ডের দিন শেখ হাসিনা উৎসব পালন করেছিলেন।তিনি বলেন, "আমরা দেখেছি সেদিন শেখ হাসিনা শেরাটন হোটেল থেকে খাবার নিয়ে সেখানে খেয়েছিলেন, আর অন্যদিকে আমাদের বীর সেনাদের হত্যা করা হয়েছিল। এটাই ছিল সেদিনের শেখ হাসিনার উৎসব।"

তিনি প্রশ্ন তোলেন, এমন জঘন্য কাজ যারা করতে পারে এবং যারা তাকে সহযোগিতা করতে পারে, তাদের কি কোন ক্ষমা হতে পারে?

সালাম বিএনপি’র সকল নেতাকর্মীকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "আমরা যারা বিএনপি করি, তারা বারবার দেশের জন্য লড়াই করেছি।"

তিনি আরো বলেন, শেখ হাসিনা বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে মিথ্যা মামলায় নাসির উদ্দিন পিন্টুকে কারাগারে হত্যা করেছেন এবং বিএনপিকে হত্যার চেষ্টা করা হয়েছে।

সালাম দাবি করেন, এর পেছনে একটি কারণ ছিল—শেখ হাসিনা জানতেন, যদি বিএনপিকে নির্মূল করা যায়, তবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তিনি বলেন, "আমাদের স্বাধীনতা এবং গণতন্ত্র রক্ষা করতে হলে, দেশের জনগণকে রক্ষা করতে হলে, আমরা অবশ্যই সেই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।"

সূত্র: https://www.youtube.com/watch?v=1rnA9eCD3wE

সায়মা ইসলাম

×