ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

চটপটির দোকানের নামে ২৩৪ কোটি টাকা লোপাট!

প্রকাশিত: ২১:২২, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

চটপটির দোকানের নামে ২৩৪ কোটি টাকা লোপাট!

ছবি: সংগৃহীত

গণঅভ্যত্থানে পতনের আগে মুখে উন্নয়নের ফেনা তুলতো শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।এ লক্ষ্যে জিডিপিসহ উন্নয়নের সকল সূচক বাড়িয়ে প্রচার চালাতো। অথচ অর্থনীতির প্রকৃত চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। 

৫ আগস্ট হাসিনার ক্ষমতা ছেড়ে পালানোর পর একে একে বেরিয়ে আসতে থাকে আওয়ামী লীগের লুটপাট ও অর্থ পাচারের ভয়াবহ সব কাহিনী। এরই ধারাবাহিকতায় এবার জানা গেল চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকার ঋণ নেয়ার কাহিনী।

এর পরই সেই রেস্তোরা ব্যবসায়ীর নাজমীন নওরোজের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দেয় আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত মোহাম্মদ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে দুদকের  উপপরিচালক আফরোজা হক খানের নিষেধাজ্ঞার আবেদনের উপর শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। আবেদনে বলা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাইফুল আলম ওরফে এস আলম এবং অন্যদের বিরুদেচটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ নেয়ার অভিযোগ তদন্তে চার সদস্যের একটি টিম গঠন করা হয়। তদন্তে জানা যায় অভিযোগ সংশ্লিষ্ট নাজিমি নওরোজ বিদেশে পালানোর চেষ্টা করছেন। পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তার বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন। 

 

ভিডিও লিংক:  http://youtube.com/watch?v=5Dt4NPb0tF8

শিহাব

×