ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

শহীদ আবু সাঈদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ

বেরোবি সংবাদদাতা

প্রকাশিত: ২০:০৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:২১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

শহীদ আবু সাঈদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ

ছ‌বি: সংগৃহীত

বীর শহীদ আবু সাঈদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জয় ও ছাত্রদলের দপ্তর সম্পাদক ওয়াসি তামির অশালীন ও করুচিপূর্ণ মন্তব্যের  প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে।

আজ সোমবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভটি সংগঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভে অংশগ্রহণ করে।

বিক্ষোভে অংশগ্রহন করা এক এমআইএস বিভাগের শিক্ষার্থী সাকিব বলেন, "১৬ই জুলাই আবু সাঈদ পুলিশের গুলিতে শহীদ হয়। আর ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ওয়াসি তামি শহীদ আবু সাইঈকে শিবির ট্যাগ দিয়েছে। আমরা বলতে চাই আবু সাঈদ কোনো দলের না, আবু সাঈদ সারাবিশ্বের। আবু সাঈদ আমাদের গর্ব। আমরা আর কোনো ট্যাগিংয়ের রাজনীতি চাই না।

এ বিষয়ে এআইএআই বিভাগের শিক্ষার্থী আলবীর বলেন, আবু সাঈদরা এ পৃথিবীতে শতবর্ষে একবার আসে। যিনি আমাদের আওয়ামী অপশাসনের করাল গ্রাস থেকে এদেশের আপামর মানুষকে মুক্তির পথ দেখিয়েছে। তিনি আমাদের জাতীয় বীর। তাকে এইভাবে ট্যাগিংয়ে দায় চাপিয়ে দেওয়া মানে শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। তাই আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

আবীর

×