ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

অনিয়মে জর্জরিত কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ক্ষীণ: গভর্নর

প্রকাশিত: ১৯:৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

অনিয়মে জর্জরিত কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ক্ষীণ: গভর্নর

ছবি: সংগৃহীত।

উচ্চ খেলাপি ঋণ এবং অনিয়মে জর্জরিত কিছু ব্যাংকের টিকে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

তিনি বলেন, "আমরা চেষ্টা করছি সুশাসনের (গুড গভর্নেন্স) মাধ্যমে ব্যাংকগুলোকে রক্ষা করার। তবে সব ব্যাংকই যে টিকে যাবে, এমন নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। কিছু ব্যাংকের অবস্থা এতটাই নাজুক যে, তাদের বাঁচানো প্রায় অসম্ভব।"

গভর্নর আরও বলেন, "কিছু ব্যাংকের আমানতের ৮৭ শতাংশ কেবল একটি পরিবারকে দেওয়া হয়েছে, যা অত্যন্ত বিপজ্জনক।"

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকায় সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘অর্থনীতির পুনর্বিন্যাস বিষয়ে টাস্কফোর্সের সুপারিশ’ শীর্ষক দুই দিনের সম্মেলনের দ্বিতীয় দিনে এসব কথা বলেন তিনি।

সম্মেলনের ‘ম্যাক্রো-ইকোনমিক পলিসি অ্যান্ড গভর্ন্যান্স ইন দ্য ব্যাংকিং সেক্টর’ শীর্ষক সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গভর্নর আহসান এইচ মনসুর।

গভর্নর আরও বলেন, "এই মুহূর্তে নতুন কোনো ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়ার চিন্তা নেই। বরং আমরা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস)-কে আরও আন্তঃলেনদেনযোগ্য করার বিষয়ে কাজ করছি।"

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) ব্যাংক খাতে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না উল্লেখ করে গভর্নর বলেন, "এফআইডি চাইলে বিমা কোম্পানির তত্ত্বাবধানে থাকতে পারে, তবে ব্যাংক খাতে তাদের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এ বিষয়ে নীতিমালা করা হচ্ছে।"

সায়মা ইসলাম

×