ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

সে গেলো কোথায়?: আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির বাবার প্রশ্ন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

সে গেলো কোথায়?: আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির বাবার প্রশ্ন

ছবি: সংগৃহীত

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালানোর তথ্য সামনে এসেছে। এদিকে তার বাবা মো. আবদুল মজিদ দাবি করছেন তিনি নিজেও জানেন না তার সন্তান কোথায়। তিনি টেলিভিশনে ছেলের জেল পালানোর তথ্য জানতে পেরেছেন।

তিনি জানান, গত ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের পর দুই দফা গাজীপুরের কাশিমপুর কারাগারে গিয়ে মুনতাসিরের সঙ্গে দেখা করতে পারেননি পরিবারের সদস্যরা। এখন পালানোর খবর পেলেন। তিনি প্রশ্ন করেছেন, "সে গেল কোথায়?"

তিনি আরও জানান, জুলাই মাস পর্যন্ত প্রতি সপ্তাহে মুঠোফোনে তিন-চার মিনিট কথা বলার সুযোগ দিত কারা কর্তৃপক্ষ। সর্বশেষ ৭ জুলাই ছেলের সঙ্গে তার কথা হয়েছিল।

উল্লেখ্য, সম্প্রতি আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে দাবি করেন, ৫ আগস্টেই আবরার ফাহাদ হত্যায় মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি মুনতাসির কারাগার থেকে পালিয়েছে। তিনি আরও দাবি করেন, এই খবর কারা কর্তৃপক্ষ এতোদিন তাদের জানাননি। সম্প্রতি তারা তা জানতে পেরেছেন।

সূত্র: https://tinyurl.com/ydw3vvdt

এমটি

×