ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

প্রাথমিকভাবে

গাবতলী-চাষাড়া রুটে এসি বাস দিয়ে চালু হলো ‘ঢাকা নগর পরিবহন’ সেবা

প্রকাশিত: ১৮:২০, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

গাবতলী-চাষাড়া রুটে এসি বাস দিয়ে চালু হলো ‘ঢাকা নগর পরিবহন’ সেবা

ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও শৃঙ্খল করতে সরকার পুনরায় ঢাকা নগর পরিবহন সেবা চালু করেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর আসাদগেট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক এ পরিষেবার উদ্বোধন করেন।

প্রাথমিকভাবে গাবতলী-চাষাড়া (নারায়ণগঞ্জ) রুটে ৩৫টি এসি বাস দিয়ে এ সেবা চালু করা হয়েছে, যা পরে আরও ১৫টি বাস যুক্ত করে সম্প্রসারণ করা হবে। নির্ধারিত ভাড়ার ভিত্তিতে যাত্রীদের জন্য প্রতি কিলোমিটার পাঁচ টাকা এবং ন্যূনতম ২০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। সার্ভিসটি ই-টিকিটিং পদ্ধতিতে পরিচালিত হবে, যেখানে যাত্রীরা নির্ধারিত স্টপেজ থেকে টিকিট কেটে বাসে উঠতে পারবেন। নির্ধারিত স্টপেজ ছাড়া অন্য কোথাও বাস থামবে না এবং যাত্রী ওঠানামার সুযোগ থাকবে না।

এর আগে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) নগর পরিবহন সেবা পুনরায় চালুর ঘোষণা দেয়।

ডিটিসিএ সূত্রে জানা যায়, বাসগুলো গাবতলী থেকে চাষাড়া পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ স্টপেজে থামবে, যার মধ্যে রয়েছে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, ধানমন্ডি ২৭, কলাবাগান, ধানমন্ডি ৪, সায়েন্স ল্যাবরেটরি, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, গুলিস্তান, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার, কাজলা, সাইনবোর্ড, জালকুড়ি এবং শিবু মার্কেট।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব বলেন, “ঢাকার গণপরিবহন দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত ছিল। যানজট, পুরনো বাস ও অব্যবস্থাপনার ফলে যাত্রীরা প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হয়েছেন। আধুনিক ও টেকসই গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ঢাকা নগর পরিবহন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।”

সূত্রঃ https://www.youtube.com/watch?v=QsbWJ8rc8b4

রাজু

×